
১১টি অসাধারণ Instagram Account যা follow করতে পারেন এখনই
বর্তমানে সবেচেয়ে বেশি ব্যাবহার করা সোশ্যাল মিডিয়া এপ্লিকেশনের মাঝে instagram হচ্ছে একটি। আমাদের দেশে এর ইউজারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে প্রতিদিন।Instagram-এ প্রতিদিনের ইমেজ কিংবা ভিডিও শেয়ারের মাধ্যমে প্রকাশ করা যায় নিজেকে। একটু খেয়াল করলে দেখা যাবে বর্তমানে প্রায় দুই ধরনের একাউন্ট দেখা যায় এই সোশ্যাল মিডিয়া সাইটেঃ
১. সাধারন ব্যবহারকারি যারা নিজেদের তোলা ছবি কিংবা নিজ ও কাছের বন্ধুদের ছবি শেয়ার করছে। এদের মাঝে সাধারণত ফলোয়ারের চিন্তা কম থাকে।
২. যারা ছবি দিয়ে নিজেদের কাজকে ছড়িয়ে দিতে চায় সবার মাঝে। সাধারণত ফ্রিল্যান্স ফতগ্রাফারেরা এই কাজে ব্যাবহার করে instagram. নিজেদের ছবি নিয়ে অত্যন্ত খুঁতখুঁতে এই অ্যাকাউন্টগুলোতে সাধারণত ফলোয়ার থাকে অনেক বেশি।
এসকল account-এ বিভিন্ন চমকপ্রদ বিষয় মাথায় রেখে পোস্ট করা হয়। যেমন, অনুপ্রেরণা, ফিটনেস সঙ্ক্রান্ত তথ্য, ব্যবসায়িক দিকনির্দেশনা, খাবার, সেলিব্রেটি কিংবা troll একাউন্ট। কিন্তু প্রশ্ন হল এত লক্ষ লক্ষ একাউন্টের মাঝে কোনটা ফলো করবেন?
এখানে ১১টি অসাধারণ ইন্সটাগ্রাম অ্যাকাউন্টের তথ্য আপনার জন্য দেওয়া হলঃ
1. @makhorov
উচ্চতাভিতি আছে আপনার? তাহলে উচ্চতাভিতি কাটাবার জন্য এই অসাধারণ account follow করতে পারেন। আপনি পাবেন বিশ্বের সুউচ্চু ভবন থেকে চোখ ধাঁধানো সব ছবি আর ভিডিও। তাই ফলো করতে পারেন এই অ্যাকাউন্টটি।
2. @humansofny
Humans of New York, আপনি যদি social media-তে active হয়ে থাকেন তবে ইতিমধ্যে আপনি এই পেইজটি সম্পর্কে জানতে পারেন। এই Instagram account-টি সাধারন মানুষদের জীবনের গল্প আর ছবি নিয়ে সাজানো। পৃথিবীর অন্য প্রান্তের একজন মানুষের সাথে নিজের কিংবা আমাদের আশেপাশের অনেক মানুষের মিল খুঁজে পাবেন।
3. @dailydose
জীবনে মোটিভেশনের অভাব? তাহলে এই পেইজটি ফলো করতে পারেন। এই পেজের ফাউন্ডার Tim Karsliyey আর এই একাউন্টটি তৈরি করা হয়েছে মানুষকে উৎসাহ দেবার জন্য। তাই, নিজেকে প্রতিদিন চমৎকার কিছু মোটিভেশনাল ডোজের জন্য ফলো করুন dailydose.
4. @lewishowes
আরেকটি চমৎকার inspirational content based পেজের জন্য ফলো করতে পারেন, এই একাউন্টটির ফাউন্ডার Lewis Howes, একজন প্রাক্তন ফুটবল প্লেয়ার। যে কিনা পরবর্তীতে একজন সফল মিলিনিয়ার ব্যবসায়ী। তাই, আপনি সরাসরি ইন্সপায়রেশন পাবেন একজন মিলিনিয়ারের কাছ থেকে।
5. @calsnape
ভেঙ্কুভারের একজন প্রফেশনাল ফটোগ্রাফার। পাহাড়, লেক, বন্য পশুপাখিসহ চোখ ধাঁধানো সব চমৎকার ছবি পাবেন এই একাউন্টে। চমৎকার এসকল ছবি আপনাকে স্তব্ধ করে দেবার জন্য যথেস্থ। বিশ্বাস না হলে নিজেই চেক করে দেখুন।
6. @beautifuldestinations
আপনি কি একসাথে অনেক ফটোগ্রাফারকে ফলো করেন। আর এজন্য, আপনার নিউজ ফিড কি ভেসে যাচ্ছে এসকল একাউন্টের পোষ্টে। তবে, এই একাউন্টটি ফলো করুন, একটি একাউন্টেই আপনি পাবেন এসকল একাউন্টের সব পোস্ট। চমৎকার সব ট্রাভেল ফটোগ্রাফিতে পূর্ণ এই অ্যাকাউন্টটির ইতিমধ্যে আছে ৯০ লক্ষেরও বেশি ফলোয়ার।
7. @bestvines
মাইক্রো ভিডিও শেয়ারিং অ্যাপ ভাইনের কথা মনে আছে? আপনি যদি মিস করে থাকেন ভাইনের ভিডিও তবে, এই একাউন্টটি ভিজিট করতে পারেন। মজাদার কিছু ছোট ভিডিওর এক বিশাল আর্কাইভ পাবেন এখানে।
8. @digbyvanwinkle
আপনি কি কুকুরছানা পছন্দ করেন? তবে এই একাউন্টি আপনার জন্য। Digby & Aloysius হচ্ছে দুটো চমৎকার কুকুরের নাম। কুকুর হলেও কিন্তু তারা বেশ বড় লেভেলের সেলিব্রেটি ইন্সটাগ্রামে। এদের বেশ চমৎকার ও মজাদার ছবি নিয়ে এই একাউন্টটি।
9. @KimKardashian
আপনি হয়ত ইতিমধ্যে এই একাউন্টটি ফলো করছেন। করে থাকলে আপনি একজন সেলিব্রেটি ফ্যান। আপনার মধ্যে যদি সেলিব্রটি ক্রেজ থাকে আর সেটা যদি হয় হলিউডমুখি তবে এই পেইজটি আপনার জন্য পারফেক্ট। তাই, ফলো করতে পারেন ইন্সটাগ্রামের বড় এই একাউন্টটি।
10. @badgalriri
রিহানা বেশ বড় একটা সময় অনুপস্থিত ছিল সকল প্রকার সোশ্যাল মিডিয়া থেকে। কিন্তু, ২০১৪ সালের পর আবারো এই গিফটেড গায়িকা ফিরে এসেছে ইন্সটাগ্রামে। badgalriri নামের রি একাউন্টটি ফলো করে আপনি পাবেন তার দৈনিক আপডেট।
11. @buzzfeedtasty
জিভে জল আনবার মতন একটি সাইট! ঘরে বসে মজাদার সব খাবার ও তার রেসিপির জন্য ভিজিট করতে পারেন এই একাউন্টটি। সাথে চমৎকার সব ছবিতো আছেই।
Sources:
https://www.lifewire.com/top-celebrity-instagram-accounts-to-follow-3485875
https://www.inc.com/matt-hunckler/15-entrepreneurs-you-need-to-follow-on-instagram-immediately.html
13 Funny Instagram Accounts to Follow If You’re Having a Bad Day
http://www.harpersbazaar.com/culture/travel-dining/g5393/travel-bloggers-on-instagram/
http://thewern.com/wp-content/uploads/2017/04/ig-tips-header.jpg
এখনও কোন মন্তব্য নেই