গ্র্যাজুয়েশনের পর কি লম্বা একটা ট্যুর দেবার ইচ্ছা আছে আপনার? কিংবা, এমন কিছু কি কিনতে চাচ্ছেন যার দাম এতটাই বেশি যে শেষ মুহুর্তে গিয়ে আর কিনাটাই হচ্ছে না? কিংবা নিজের ব্যাংক ব্যাল্যান্সের দিকে তাকিয়ে কি হতাশ হতে হয় প্রায় সময়? তাহলে, অবশ্যই আপনি একজন ছাত্র আর এই লেখাটি আপনারই জন্য।
একটু সতর্কতা আর নিয়মমাফিক চলাচলই সাহায্য করতে পারে টাকা জমাবার জন্য-
১. শপিং-এর আগে করুন লিস্ট 
শপিং আপনার টাকা খরচের জন্য অন্যতম বড় মাধ্যম। তাই, শপিং-এর পরে এর লিস্ট না করে তা করে ফেলুন শপিং-এর আগে। এতে আপনি বুঝতে পারবেন আপনার সত্যিকারের প্রয়োজনীয় জিনিস সম্পর্কে। কেনাকাটার সময় সর্বদা নজর রাখুন যেন আপনার লিস্টে থাকা জিনিসের বেশি না কিনে ফেলেন। আর কিনলেও কেনার আগে ভাবুন, আপনার কি সত্যিই এই জিনিসটি লাগবে? আর উত্তরটি যদি হয় না তবে সেসকল জিনিস না কেনাই ভালো। এর মাদ্ধমে আপনি দূর করতে পারবেন অনাকাঙ্খিত খরচ।
২. বাসায় তৈরি করুন নিজের খাবার 
পড়াশোনার জন্য একা থাকা ব্যাচেলারদের জন্য নিজের খাবার তৈরি করাটা অত্যন্ত বড় একটি সমস্যা। কিন্তু, একটু সমস্যা হলেও নিজেদের উচিত নিজের খাবারটি ঘরেই তৈরি করা। এর মাধ্যমে আপনি যেমন থাক্তু পারবেন সুস্থ তেমনি বাচাতে পারবেন রেস্টুরেন্টের অতিরিক্ত বিল থেকে রক্ষা পেতে।
৩. Hangout করুন নিজের ঘরেই 
টাকা বাঁচানো যদি হয়ে থাকে আপনার উদ্দেশ্য তবে বন্ধুদের সাথে রেস্টুরেন্ট কিংবা কফি শপে টাকা খরচ না করে ঘরেই করুন handout. বন্ধুদের সাথে ঘনঘন মুভি থিয়েটারে না গিয়ে ঘরেই সবাই মিলে দেখুন মুভি। বর্তমান প্রযুক্তির কল্যাণে যা অত্যন্ত সহজ। এছাড়াও ভিডিও গেইম কিংবা ঘরে বানানো চায়ের সাথে জমিয়ে তুলুন আড্ডা।
৪. নিজ স্টুডেন্ট আইডি সাথেই রাখুন
স্টুডেন্ট আইডি যে শুধু আপনার ক্যাম্পাসের জন্যই প্রযোজ্য তা কিন্তু নয়। নান সময়ে বিভিন্ন ইভেন্ট, রেস্টুরেন্ট এমনকি নানান ফ্যাশন শপেও স্টুডেন্টদের জন্য থাকে কিছুটা অতিরিক্ত ডিস্কাউন্ট থেকে ছাড়ের ব্যবস্থা। আর এ সকল ছাড়, অফার পেতে সাথেই রাখুন আপনার আইডিটি। আর সময়মতন বুঝে নিন এক্সট্রা এই সকল অফার।
৫. ব্যবহার করুন কুপন
বর্তমানে অফার আর কুপনের ছড়াছড়ি থাকে বড়বড় ফ্যাশন শপ থেকে শুরু করে রেস্টুরেন্ট পর্যন্ত। তাই, টাকা বাঁচাবার জন্য এই সকল কুপন ব্যাবহার করাটা অত্যন্ত সহজ ও আকর্ষণীয় মাধ্যম। আর এর মাধ্যমে যে আপনি শুধু তাকাই বাচাতে পারছেন তাই নয় বরং উপভোগ করতে পারবেন নানা আকর্ষণীয় সার্ভিস অনেক কম খরচে। আর আপনার আশেপাশের বিভিন্ন দোকান থেকে শুরু করে রেস্টুরেন্ট কিংবা ফ্যাশন শপের অফারটি জানতে ভিজিট করতে পারেন offerali.com-এ।
৬. সেকেন্ড হ্যান্ড জিনিশ কিনতে পারেন 
টাকা বাঁচাবার জন্য আরেকটি সহজ মাধ্যম হতে পারে সেকেন্ড হ্যান্ড জিনিশপত্র কেনা। আপনি আপনার দৈনিক ব্যাবহারযোগ্য বিভিন্ন পণ্য কিনতে পারেন সেকেন্ড হ্যান্ড। যা আপনার আসল খরচের চেয়ে অনেক সময় অর্ধেক থেকে শুরু করে আরও কম মূল্যে পাবেন। আর কিছুটা দর কষাকষি করতে পারলে আর ভাল জিনিশ বাছাই করতে পারলে নতুনের মতন সেকেন্ড হ্যান্ড পণ্য কিনতে পারবেন অর্ধেকেরও কম দামে।
৭. বাজে অভ্যাসগুলোকে বলুন টাটা 
সিগারেট কিংবা নানান নেশি জাতীয় দ্রব্য যে আপনার ব্যাংক ব্যালেন্সই ধংশ করছে তা কিন্তু নয়। বরং এর ফলে আপনি নিজের শরীরেরও প্রচুর ক্ষতি সাধন করছেন। আর এ সকল বাজে অভ্যাস থেকে দূরে থাকবার জন্য নিজেকে মানসিকভাবে শক্ত রাখাটাই বড় চেলেঞ্জ। আর একবার যদি এসকল বাজে অভ্যাস ছাড়তে পারেন তবে প্রতি মাসে বেশ ভালো একটি অঙ্কের অর্থ সহজেই বাঁচানো সম্ভব।
৮. ঝোঁকের বশে কেনাকাটা আর নয় 
এটি অত্যন্ত ভয়াবহ একটি সমস্যা শপহোলিক পার্সনালিটির মানুষের জন্য। অনেক সময় বিভিন্ন ফ্যাশন হাউজে সেল কিংবা ডিস্কাউন্ট থাকলে কেনাকাটা থামানো হয়ে পড়ে কিছুটা কঠিন। আর এর ফলে অনেক দিন ধরে জমানো কষ্টের টাকা চলে যায় এই ধরনের অনর্থক কেনাকাতার পেছনে। তাই, নিজেক নিয়ন্ত্রন করতে হবে। ঝোঁকের বশে পড়ে কেনাকাটা থেকে থাকতে হবে সাবধান।
অর্থ বাঁচাবার মাধ্যমে যে আপনার ব্যাংক ব্যাল্যান্সই কিছুটা বাড়বে তাই নয়। এর মাধ্যম আপনি আপনার লাইফস্টাইলে আনতে পারবেন আমূল পরিবর্তন। আপনি হয়ে জাবেন আরও দায়িত্ববান ও নিজের উপর থাকবে অন্যদের থেকে অনেক বেশি আত্মবিশ্বাস।
Sources:
https://www.thoughtco.com/ways-for-students-to-save-money-466999
maxpixel.freegreatpicture.com
https://www.flickr.com/
https://www.pexels.com/
এখনও কোন মন্তব্য নেই