
জনপ্রিয় মানুষেরা কেন সবার মাঝে “জনপ্রিয়”?
আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা অত্যন্ত জনপ্রিয় সবার কাছে। তাদের সাথে চলাফেরা কিংবা একসাথে সময় কাটানোটা অত্যন্ত আনন্দদায়ক। কিন্তু কেন? তাদের ব্যাক্তিত্তের মধ্যে এমন কিইবা আছে যা তাদের করে তোলে এত জনপ্রিয় সবার কাছে? চলুন জেনে নেওয়া যাক-
১. তারা ভালো শ্রোতা

এ ধরনের মানুষদের অন্যতম এক প্রধান গুণাবলী হল তারা ভালো একজন শ্রোতা। আপনি যা বলছেন তার উপর তারা সত্যিই আগ্রহ দেখায় ও তা শুনতে চায়। এছাড়া তারা অত্যন্ত সাপোর্টিভ মনোভাবাপন্ন হয়। এটি অন্যদের মাঝে সেই আশা জাগায় যে তারা বিপদে একা নয়। তারা শুধু শুনেই যায় না বরং অন্যদের সমস্যা অনুধাবণ করার চেষ্টা করে। তারা আপনার নামও মনে রাখে। যা তাকে অন্যদের চেয়ে আলাদা করে তোলে সবার মাঝে।
২. তারা পজিটিভভাবে জীবনকে দেখে 
সবার মাঝে জনপ্রিয় হবার অন্যতম প্রধান কারন হল পজিটিভিটি। তারা জানে সফলতা রাতারাতি কখনো আসে না। তাই তারা অত্যন্ত কর্মঠ ও পজিটিভ চিন্তাভাবনার অধিকারি। ব্যার্থতাকে তারা শুধুমাত্র একটি শিক্ষা হিসেবে দেখে। তাই, অন্যকে দোষারোপ না করে তারা নিজেদের মতন পরিশ্রম করে যায়। আর পজিটিভ চিন্তাধারাও তাদের করে তোলে জনপ্রিয়।
৩. ব্যাক্তি স্বার্থের চেয়ে দলগত স্বার্থে প্রাধান্য

এ ধরনের মানুষ নিজের চেয়ে সবার কথা ভাবে। অর্থাৎ, নিজের চেয়ে সমষ্টিগত সমাধানের কথা ভাবে। সবাইকে নিয়ে ভাবনার ফলে সে সবার মাঝে তৈরি করে নিজ গ্রহনযোগ্যতা। সবার জন্য সহযোগী মনমানসিকতার পাশাপাশি সে সবাইকে দেয় সমান প্রাধান্য। আর এই গুনটি সবাই রপ্ত করতে পারে না। আর সবার মাঝে নিজ গ্রহণযোগ্যতা বাড়াবার পাশাপাশি সে সবার মাঝে হয়ে ওঠে জনপ্রিয়।
৪. তারা জীবনকে সহজভাবে দেখে 
জনপ্রিয় ধরনের মানুষেরা অত্যন্ত কৌতুকপ্রিয় হয়। আর এ ধরনের মানুষ সবার চোখে বেস মজার মানুষ হিসেবে বিবেচিত হয়। তারা জানে যে কোন গম্ভীর মুহুর্তকে কিভাবে হাসিখুসির মুরুর্তে পরিণত করা যায়। আর এ ধরনের গুনাবলির জন্য তারা পরিবার কিংবা বন্ধুবান্ধবের কাছে সর্বদা পেয়ে থাকে জনপ্রিয় তকমা। তারা, যে কোন সমস্যায় সবার সাথে খোলামেলা কথা বলে। অভিনয় না করে বরং সবার সমস্যার প্রতি সত্যিই নজর রাখে।
৫. তারা জীবনকে উপভোগ করে 
জীবনের প্রতিটা মুহুর্ত উপভোগ্য। এই চিন্তা মাথায় রেখে তারা সর্বদা জীবন উপভোগ করে। তারা ভাল শ্রোতা হবার পাশাপাশি অন্যদের সাহায্য করে তাদের লক্ষে পৌঁছাতে। তারা জানে জীবন চ্যালেঞ্জিং। আর এতাকে বাদা মনে না করে তারা সামনে এগিয়ে যায়। আর উপভোগ করে তাদের সময়টুকু। কারন, বাধা অতিক্রম করা মানে লক্ষের দিয়ে আরেকটু এগিয়ে যাওয়া।
কিন্তু ের মানে এই না তাদের কখনো মন খারাপ হয় না। বরন, তারা জানে কিভাবে সেই সময়টুকু অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়। তাই, জনপ্রিয় হতে চাইলে আপনার মাঝে এই জিনিশগুলো আছে কি না মিলিয়ে নিন আজই।
Sources:
https://www.inc.com/murray-newlands/10-things-highly-popular-people-do-consistently.html
https://www.psychologytoday.com/blog/rediscovering-love/201604/how-can-i-be-more-popular
http://www.lifehack.org/articles/communication/7-secrets-of-being-popular.html
http://www.glennbeck.com/publish/uploads/2017/02/main-image-talking-listening.jpg
https://hiringsolved.com/blog/assets/positive-people-positive.jpg
http://dcwkly.com/wp-content/uploads/2016/02/Dollarphotoclub_100702380.jpg
২ টি মন্তব্য এই পোষ্টে
Rahat নভেম্বর ৮, ২০১৭ | ৬:১৮ অপরাহ্ন
দারুন পোস্ট। পড়ে খুব ভাল লাগলো। চালিয়ে যান ভাই।
admin নভেম্বর ৯, ২০১৭ | ১:৫৩ অপরাহ্ন
ধন্যবাদ