
ইন্সটাগ্রামে ফলোয়ার বাড়াবার ৬টি সহজ উপায়।
ইন্সটাগ্রাম পৃথিবীর মধ্যে অন্যতম বিশাল সোশ্যাল মিডিয়া সাইটগুলোর মধ্যে একটি। বর্তমানে ের ইউজার সংখ্যা ৮০০ মিলিয়ন কিংবা ৮০ কোটিরও বেশি।
ফেসবুকের মতন এই প্লাটফর্মটিও আমাদের জীবনে খুব দ্রুত স্থান করে নিয়েছে। আর তাই, বর্তমানে সাধারণ ব্যাবহারের পাশাপাশি এই প্লাটফর্মে বিভিন্ন ব্র্যান্ডের অ্যাড, মার্কেটিং সহ ক্রেতাদের সাথে যোগাযোগের সোশ্যাল মিডিয়া হাব হিসবে ব্যাবহার করা হচ্ছে। কিন্তু এর পিছনে সবচেয়ে বেশি দরকারি কাজ করে আপনার ফলোয়ারের সংখ্যা। তাই, ইন্সতাগ্রামে আপনার ফলোয়ার না বাড়লে আপনি যে লক্ষে ছবি আপ দিচ্ছেন তা কখনোই সফল হবে না। তাই, ফলোয়ার বাড়াবার জন্য সহজ কিছু টিপস ফলো করা জরুরি। এখানে এমন ৬ টি ফলোয়ার বাড়াবার টিপস শেয়ার করা হল-
১. পর্যাপ্ত তথ্য দিন BIO-তে
যখন একজন সম্ভাব্য ফলোয়ার আপনার প্রোফাইল ভিজিট করে তখন প্রথমেই সে আপনার বয়ো চেক করবে। আপনার প্রোফাইলের বায়ো যদি আকর্ষণীয় হয়ে থাকে তবে বেশিরভাগ ক্ষেত্রেই আপনাকে সে ফলো করবে। তাই, আপনার বায়োটি সাজান এমনভাবে যাতে এটি আপনার নিজের ব্যাক্তিত্ত ফুটিয়ে তোলে। এর মাধ্যমে আপনার ফলোয়ারেরা জানতে পারবে আপনার সম্পর্কে আরও ভালোভাবে। এছাড়া, আপনি কিসে বিশ্বাস করেন কিংবা সিমপ্লি আপনার পছন্দের উক্তি, বাণী যা আপনাকে প্রকাশ করে তা উল্লেখ করতে পারেন।
২। আপনার জীবনযাপন পদ্ধতি এবং উচ্চ রেজল্যুশনের ছবি প্রকাশ করুন।
লাইফস্টাইল মার্কেটিং বর্তমানে অত্যন্ত জনপ্রিয়। ইন্সটাগ্রামের একটা বড় অংশ প্রত্যেকেই জানতে চায় অন্যের লাইফস্টাইল সম্পর্কে। সেলিব্রেটি, ধনকুবের, উদ্যোক্তা, বিশ্ব ভ্রমণকারী, অ্যাথলিট, ফ্যাশন কন্সাল্টেন্টসহ বিখ্যাত সবাই তাদের লাইফ স্টাইলের ছবি আপ করে ইন্সটাতে। যাতে ফলোয়ারের সংখ্যা মাল্টি মিলিয়নেরও বেশি হয়ে থাকে।
আর আজকাল মানুষেরা এসকল সেলিব্রেটির লাইফস্টাইল ফলো করতে চায়। তাই, ইন্সটাগ্রাম ফেমাস হতে হলে আপনাকেও ফলো করতে হবে এসকল সেলিব্রেটির জীবন যাত্রা। ছবি তুলুন হাই কোয়ালিটির, ব্যাবহার করুন ইন্সটাগ্রামের ফিল্টার। আপনার প্রোফাইলকে করে তুলুন আকর্ষণীয়। খুব সহজেই বাড়বে ফলোয়ার।
৩. সেলফি তুলুন
সঠিক অ্যাঙ্গেল থেকে তোলা চমৎকার একটি সেলফি অনেক ভুমিকা পালন করে আপনার প্রোফাইলে ফলোয়ার বাড়াবার ক্ষেত্রে। আপনার চমৎকার একটি সেলফিই কিন্তু নতুন ফলোয়ারদের নিয়ে আসতে পারে আপনার প্রোফাইলে। তাই, ভাল সেলফি আপনার ইন্সটাফেইমে বড় অবদান রাখে।
৪. ব্যবহার করুন #Hashtags
ছবির ক্যাপশনে ব্যাবহার করতে হবে নিত্যনতুন হ্যাশট্যাগ। আর হ্যাশট্যাগের কাজ? এটি আপনার সুন্দর ছবিটিকে সবার কাছে পৌঁছে দেয়। কারন হ্যাশট্যাগ ব্যাবহারের মাধ্যমে এই ছবিটি সবার মাঝে পাবলিক হয়ে যায় ফলে তা ছড়িয়ে পড়ে পুরো ইন্সটাগ্রামে। আর এজন্ন #love, #tbt, #goodmorning সহ বিভিন্ন ট্রেন্ডি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। ছবিটি যদি হয়ে থাকে চমৎকার আর হ্যাশট্যাগ যদি হয় সঠিক তবে, আপনি সহজেই পারবেন ভাইরাল হতে ইন্সটাগ্রামে।
৫. অনুপ্রেরণা যোগান আপনার
৬। শুধুমাত্র লাইক নয়, কমেন্ট ও করুন
Reference
Patel, N. (2015). Nine Overlooked Techniques for Instagram Popularity.
Kim, L. (2016, May 19). 11 Top Hacks to Finding Fame on Instagram. https://www.inc.com/larry-kim/how-to-become-instagram-famous-11-top-instagram-hacks.html
Instagram, 2017 https://help.instagram.com/351460621611097
Disclaimer: Photos credits to the Instagram account users:
https://www.instagram.com/selenagomez/
https://www.instagram.com/tyrabanks/
https://www.instagram.com/kathrynbudig/
https://www.instagram.com/danbilzerian/?hl=en
এখনও কোন মন্তব্য নেই